
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল ৩টায় উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি সাহাপুর মন্ডলপাড়ায় এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
আরও খবর পড়ুন : বিএনপির ৫৪৯ নেতাকর্মীর নামে পুলিশের ১১ মামলা
সভায় প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। আরজি সাহাপুর গ্রামবাসির উদ্যোগে ও উপজেলা কৃষকলীগের কুটিরশিল্প বিষয়ক সম্পাদক চাঁদ মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাজু সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য নিলয় চৌধুরী, কোচাশহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল সরকার, কোচাশহর ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হান্নান সরকার প্রমূখ।
বক্তারা রংপুরে বিভাগীয় সমাবেশ সফল করতে সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান।