প্রধানমন্ত্রীর অপেক্ষায় মঞ্চ ও চট্টগ্রামবাসী

প্রধানমন্ত্রীর অপেক্ষায় মঞ্চ ও চট্টগ্রামবাসী। ছবি: দশের খবর

পুটিয়া (চট্টগ্রাম) থেকে:  আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের উত্তর পাশে নৌকা আকৃতিতে ২ হাজার ৫৬০ ফুটের বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

মঞ্চ এর পাশেই প্রস্তুত রাখা হয়েছে চট্টগ্রামের ৪১ উন্নয়ন প্রকল্পের নামফলক। ইলেকট্রনিক পদ্ধতিতে এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

নৌকার আকৃতিতে ৮০ ফুট দৈর্ঘ্য ও ৩২ ফুট প্রস্থের বিশাল জনসভার মঞ্চ তৈরি করা হয়েছে। হেলিকপ্টারে করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটিয়া আসবেন। এ জন্য কচুয়াই ইউনিয়নে ২টি হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সেখান থেকে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী জানান, নিরাপত্তারক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো পটিয়া নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। সাধারণ জনগণসহ নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন।

পটিয়ার সড়ক জুড়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়সহ আওয়ামী লীগের উর্ধতন নেতৃবৃন্দের ছবি সম্বলিত পোস্টার, তোরণে সাজ সাজ বর।

দলীয় সূত্র জানায়, দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী পটিয়ায় আসছেন। সর্বশেষ ১৯৯৬ সালে নির্বাচনী জনসভায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসেছিলেন তিনি।

শর্টলিংকঃ