প্রথম হিন্দু মহিলা সেনেটর পাকিস্তানে

আর্ন্তজাতিক ডেক্স : পাকিস্তানের প্রথম হিন্দু মহিলা সেনেটর নির্বাচিত হতে চলেছেন ৩৯ বছরের কৃষ্ণাকুমারী কোলহি।

সিন্ধু প্রদেশ থেকে সংখ্যালঘু সেনেটরের আসনে পিপিপি-র হয়ে দাঁড়াচ্ছেন তিনি। ইতিমধ্যেই কোলহির সমস্ত কাগজপত্র গ্রহণ করেছে পাক  নির্বাচন কমিশন। ৩ মার্চ নির্বাচন।

আনন্দবাজার পত্রিকা জানায়, ২০০৯ সালে পাকিস্তানের প্রথম দলিত সেনেটর হন পিপিপি নির্বাচিত খটুমল জীবন।

২০১৫ সালে ফের দলিত সেনেটর হয়েছিলেন গিয়ানচাঁদ নামে এক ব্যক্তি। তবে কৃষ্ণাকুমারীই প্রথম মহিলা দলিত, যিনি সেনেটর হতে চলেছেন।

সিন্ধ প্রদেশেরই বাসিন্দা কৃষ্ণাকুমারী। গরিব পরিবারে জন্ম। নবম শ্রেণিতে পড়াকালীন বিয়ে হয়ে যায় তার। তবে পড়াশোনা থামাননি। ২০১৩ সালে সিন্ধ বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে স্নাতকোত্তর পাশ করে সমাজকর্মী হিসেবে পিপিপি-তে যোগ দেন। প্রপিতামহ রূপলু কোলহি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। ১৮৫৭ সালে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে  ফাঁসি গিয়েছিলেন।

শর্টলিংকঃ