রংপুর: রংপুরের পীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতে পীরগঞ্জ-মাদারগঞ্জ সড়কের টিনির ডোবা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পীরগঞ্জ উপজেলার ১২ নং মিথিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম শাহীন (৩৮) ও সাদিকুল ইসলাম (৩৫)। তারা দুজনই পীরগঞ্জ উপজেলার রওশনপুর গ্রামের বাসিন্দা।
পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, দিবাগত রাত সোয়া ২টার দিকে মোটরসাইকেলে ইউপি সদস্য শাহীন ও সাদিকুল নিজ গ্রামে ফিরছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পীরগঞ্জ-মাদারগঞ্জ সড়কের নির্মাণাধীন দুরা ব্রিজ থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থালেই সাদিকুলের মৃত্যু হয়। পরে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর শাহীনের মৃত্যু হয়।