পিরোজপুরে মানবাধিকারকর্মীকে পুলিশ পরিচয়ে অপহরণ

অপহৃত মানবাধিকারকর্মী সোহেল রানা । [ছবি-ফেসবুক থেকে নেওয়া]
পিরোজপুর : পিরোজপুরে সোহেল রানা নামে এক মানবাধিকারকর্মী অপহরণের শিকার হয়েছেন। তিনি সদরের একটি স্বাধীনতার দিবসের অনুষ্ঠান শেষে সোমবার রাত দশটার দিকে বাসায় ফিরছিলেন। এ সময় পথিমধ্যে তাকে সাদা পোশাকে পুলিশের পরিচয়ধারী ৫-৭ জনের একদল যুবক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। আজ মঙ্গলবার সকাল পৌনে ৮ টা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি।

অপহৃত সোহেল রানা পিরোজপুর ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি। তার বাড়ী  পিরোজপুরের জিয়া নগর উপজেলার টগরা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মিনহাজ উদ্দিনের ছেলে।

সোহেল রানার ঘনিষ্ট সহকর্মী আতিকুর রহমান মঙ্গলবার ভোর ৩ টায় দশের থবরকে এ তথ্য নিশ্চিত করে জানান, ০১৭৬-৯৮৯৫০৪ নম্বর মুঠোফোন থেকে তার কাছে একটি ফোন আসে।তিনি ফোনটি রিসিভ করার পর সোহেল রানার কন্ঠ শুনতে পান। এ সময় অপহরণকারিদের কবল থেকে তাকে উদ্ধার করার জন্য সোহেল রানা অনুরোধ জানান। এরপর তিনি ওই নম্বরে ফোন দিলে সোহেল রানাকে তারা জেনেন না বলে জানান।

পিরোজপুর সদর থানার ওসি ও ডিবির ওসি জানান, সোহেল রানাকে পুলিশের কউ আটক করেনি। আইনশৃংখলা বাহিনীর ধারণা, কোন সমন্ত্রাসী বাহিনী হয়তো এ কাজ করে থাকতে পারে।

শর্টলিংকঃ