পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করতে চায়না বিএনপি : নজরুল ইসলাম

খুলনা ব্যুরো: বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্রের পথ বন্ধ হলে যা অবশিষ্ট থাকে তা কারও জন্য কাম্য নয়। তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন হিসাবে ১০ মার্চ খুলনায় বিভাগীয় জনসভা করতে চায়, এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।

বুধবার (৭ মার্চ) দুপুরে খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, গত ২৭ ফেব্রুয়ারী খুলনায় জনসভার কথা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ তখন বলেছে,  কোন রাস্তায় জনসভা করা যাবে না। পরে শহীদ হাদিস পার্কে জনসভা করার জন্য অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু এখনও অনুমোদন দেওয়া হয়নি। তিনি আশা করেন, সংশ্লিস্টরা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিবেন।

নজরুল ইসলাম খান বলেন, শত উস্কানী দিয়ে পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করতে চাইলেও বিএনপি কোন উস্কানীতে পা দেয়নি। কারণ ক্ষুব্ধ হয়ে যে কেউ গাড়ীতে টিল ছুড়লে তারা গাড়ীতে আগুন দিয়ে দলের নেতা কর্মীদের নামে মামলা করবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এমন সময় আসবে যে জনগনের ধিক্কারের জন্য আওয়ামী লীগকেই ঘরের মধ্যেই কর্মসূচি পালন করতে হবে।

কারাগারে আটক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১০ মার্চ খুলনা বিভাগীয় জনসভার অগ্রবর্তি দল হিসাবে  বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি নির্বাহী কমিটির ভাইচ চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতউল্লা বুলু খুলনা বিভাগের দশ জেলার নেতাদের নিয়ে বৈঠক শেষে এই সংবাদ সম্মেলন করেন। এই সময় মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুন্ডু, সিটি মেয়র মনিরুজ্জামান মনিসহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ