পাবনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা:  পাবনার চাটমোহরে পুকুরের পানিতে ডুবে রাকিব হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ মার্চ) দুপুর দেড়টায় উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মহেশপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত রাকিব হোসেন ঐ গ্রামের ওয়াসিম আলির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রাকিব গোছল করার উদ্দেশ্যে বাড়ির পাশের মজনুর রহমানের পুকুরে যায়। এসময় তার সাথে বেশ কিছু তার খেলার সাথীর সাথে পুকুরে গোছল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এসময় অন্যান্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন অনেক সময় পানিতে খুঁজে রাকিব কে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল।

শর্টলিংকঃ