
ডেস্ক রিপোর্ট: রাজধানীর পল্লবীর মুসলিমবাগ এলাকায় একটি ভবনের পানির রিজার্ভ ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মার্চ) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মাহবুব হাসান (৩২) মারা যান।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বলেন, ‘ভোরে মাহবুব হাসান মারা যান। তার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ ছিল। দগ্ধ বাকি দুই জনের অবস্থাও আশঙ্কজনক।’
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এ নিয়ে পল্লবীর আগুনের ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। এখন বাড়ির মালিক এজিবির সাবেক কর্মকর্তা ইয়াকুব আলী (৭০) ও ভাড়াটিয়া ইয়াসমিন (২৭) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
নিহত মাহবুব হাসানের গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। তিনি স্ত্রী ও এক মেয়েকে নিয়ে বাড়ির ছয়তলায় ভাড়া থাকতেন। ঘটনার সময় তিনি নিচে নেমে কাজে যাওয়ার উদ্দেশে সেখানে দাঁড়িয়ে ছিলেন।
এর আগে, দগ্ধ পাঁচ জনের মধ্যে রুহী নামে তিন বছরের এক শিশু ও বাড়িওয়ালার স্ত্রী হাসিন আরা খানম (৬০) মারা যান। এখন ভাড়াটিয়া মাহবুব হাসানকে (৩২) নিয়ে পল্লবীতে পানির রিজার্ভ ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনে।
গত মঙ্গলবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবীর মুসলিমবাগ এলাকায় একটি ভবনের পানির রিজার্ভ ট্যাংকে বিস্ফোরণে শিশু ও নারীসহ পাঁচ জন দগ্ধ হন।