পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক মেধাবী ছাত্র নিহত

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক মেধাবী ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় বাসচাপায় খায়রুজ্জামান তুহিন (১৬) নামে এক মেধাবি স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার(২৮ মার্চ) বিকাল ৪টার দিকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

তুহিন পলাশবাড়ী উপজেলায় বাশকাটা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। সে গৃধারীপুর আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনী সেরা ছাত্র।

স্থানীয়রা জানায়, বিকালে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল তুহিন। এসময়  ঢাকা-রংপুর মহাসড়কের উপর রাব্বীর মোড় নামক স্থানে ঢাকা হতে ছেড়ে আসা রংপুরগামী এবি এন্টারপ্রাইজের

ঢাকা মেট্রো – ব ১১ -৬১৭০ নাম্বারের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান দেশের খবরকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি পল্লী বিদ্যুৎ সমিতির সামনে থামিয়ে চালক ও হেলপার পালিয়ে যায়। এসময় বাসটি স্থানীয়রা ভাংচুর ও আগুন ধরিয়ে দেওয়া চেষ্টা করলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে উত্তেজিত জনতাকে শান্ত করে। এবং আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন তিনি।

শর্টলিংকঃ