পলাশবাড়ীতে ট্রাকে গেলো ভ্যান চালকের প্রান

 

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ট্রাক চাপায় মদন কুমার (৩৫) নামে এক ভ্যানচালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন এক ভ্যানযাত্রী। শুক্রবার(৬ এপ্রিল) বিকেলে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের গড়েয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যান চালক মদন কুমার সাদুল্যাপুর উপজেলার মহিপুর গ্রামের শিবরামের ছেলে। আহত গোলাপ (৪৫) একই উপজেলার ধাপেরহাট ইউনিয়নের চকনদী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়,বিকেলে একটি কাচাঁমাল বোঝাই ভ্যান ঢোলভাঙ্গার দিকে যাচ্ছিল। ভ্যানটিকে গাইবান্ধাগামী একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিয়ে চাপা দেয়।এতে ভ্যান চালক মদন কুমার ঘটনাস্থলেই মারা যান। গুরুত্বর আহত হন ভ্যানযাত্রী গোলাপ মিয়া(৪৫)। স্থানীয়রা আহত গোলাপ মিয়াকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা(ওসি) মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।

শর্টলিংকঃ