
বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা হিসেবেই সবাই তাকে চেনেন। সুদর্শনা চেহারা আর নান্দনিক অভিনয় দিয়ে তিনি অর্জন করেছেন দারুণ জনপ্রিয়তা। হ্যাঁ, বলছি ঢাকাই ছবির নায়িকা পরীমনির কথা। আলোচিত এই অভিনেত্রী সম্প্রতি নতুন পরিচয়ে হাজির হয়েছেন। একটি প্রযোজনা প্রতিষ্ঠান চালু করে নাম লিখিয়েছেন প্রযোজকের খাতায়।
এবার জানা গেলো পরীর আরও একটি পরিচয়। পরীমনি কবি। দারুণ কবিতা লেখেন। তার কবিতায় মুগ্ধ হবেন যে কেউ। শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই সত্যি। সোমবার (২৬ মার্চ) পরী তার নিজের ফেসবুকে স্বরচিত একটি পুরো কবিতা শেয়ার করেছেন। যেটা পড়ে ভূয়সী প্রশংসা করছেন অনেক লেখক, পরিচালক ও গণমাধ্যমকর্মী। চলুন পড়ে নেয়া যাক পরীর সেই কবিতা……
মায়া,
তুই বড্ড নরম
দারুণ খরা
অতল গভীর
ভীষণ কড়া
হামেশাই তুই ভারি জেদি
কখনো স্বভাব শান্ত নদী
কোমল তুই
সরল চোখে
প্রেম ছড়াস
কষ্ট-দুঃখে
অভিমানী তুই আকাশ সমান
সেই আবার যেই আবেগী পরাণ
কাঁদিস যখন
অবোঝ হয়ে
আঁধার নামে
ধারা ধেয়ে
প্রজাপতি তুই রঙিন পাখা
আদরে মোড়া স্বপ্নে আঁকা
বলিস কথা
খেয়াল বাদে
শুনি সেসব
তৃপ্ত সাধে
আপন তুই পরও তেমন
বিপরীত শব্দে সন্ধি যেমন।
উল্লেখ্য, পরীমনি বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘ক্ষত’ ছবির কাজে। শামীম আহমেদ রনির পরিচালনায় ছবিতে তিনি অভিনয় করছেন জায়েদ খানের বিপরীতে। ছবিটি প্রযোজনাও করছেন পরীমনি নিজেই।