পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামালের মাতা আর নেই

কুমিল্লা:পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল এমপির মা সাহেরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

বুধবার (১৪ মার্চ) রাত ৭টা ৫০ মিনিটে কুমিল্লা নগরীর মিডল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে সাহেরা বেগম তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১৫ মার্চ) মন্ত্রীর কুমিল্লার লালমাইয়ের নিজ বাড়িতে নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শর্টলিংকঃ