নো ম্যান্স ল্যান্ডের রোহিঙ্গার বিক্ষোভ (ভিডিও)

 

 মিয়ানমারের পূর্ন নিরাপত্তা ও জাতিয়সংঘের শান্তি রক্ষ্যা বাহিনী মোতায়ন সহ ৬ টি শর্ত পূর্ন নাহলে ফেরত যাবেনা নো ম্যান্স ল্যান্ডে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। এই নিয়ে আজ সারা দিন বাংলাদেশ মিয়ানমার সিমান্তে তুমাব্রু নো ম্যান্স ল্যান্ডে বিক্ষোভ করেছে জিরো পয়েন্টে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। ৮ হাজার রোহিঙ্গার দফায় দফায় বিক্ষোভে আজ সারাদিন উত্যপ্ত ছিলো তুমব্রু নো ম্যান্স ল্যান্ডের রোহিঙ্গা ক্যাম্প। মিয়ানমার সীমান্তে নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নেয়া ৮ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে আগামী ২০ ফেব্রুয়ারি বৈঠক করবে সুচি প্রশাসন। বাংলাদেশ থেকে সাড়ে ৬ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসনের আগে নো ম্যান্স ল্যান্ডের রোহিঙ্গাদের সরিয়ে নিতে চায় মিয়ানমার।

২০ ফেব্রুয়ারীর বৈঠকে নো ম্যান্স ল্যান্ডের রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে সুচি প্রশাসন। তুমব্রু নো ম্যান্স ল্যান্ডের রোহিঙ্গাদের আগে ফেরত নেয়ার খবরে আজ সারা দিন দফায় দফায় বিক্ষোভ করেছে জিরো পয়েন্টের রোহিঙ্গারা। বিক্ষোভে তারা দাবি জানিয়েছে, মিয়ানমারে রোহিঙ্গাদের পূর্ন নিরাপত্তা দিতে হবে। রোহিঙ্গ্যা অধ্যুসিত এলাকায় জাতিসংঘের শান্তি রক্ষিবাহিনী মোতায়ন করতে হবো। প্রত্যাবাসনের আগে মিয়ানমারে রোহিঙ্গাদের পূর্ন নাগরীক মর্যাদা দিতে হবে। আন্তর্জাতিক সংস্থাকে প্রত্যাবাসন প্রক্রিয়ায় অন্তর্ভূক্ত করতে হবে।

রোহিঙ্গাদের জায়গা জমি ফেরত দিয়ে নিজ ঘর ভিটায় ফেরত পাঠাতে হবে। রাখাইন রাজ্যে মিডিয়া ও আন্তর্জাতিক সংস্থার উপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এই দাবি গুলো পুরন নাহলে নো ম্যান্স ল্যান্ডের রোহিঙ্হারা মিয়ানমারে ফেরত যাবেনা বলে বিক্ষোভে ঘোষনা দেয়। এছাড়াও জাতিসংঘে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ দফা প্রস্তাব ও কফি আনান কমিশনের রিপোর্টের আলোকে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর প্রক্রিয়া জোর দেয় বিক্ষোভ রত রোহিঙ্গারা।

শর্টলিংকঃ