
ঢাকা: ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে রওয়ানা হয়েছে সরকারি মেডিকেল টিম।
বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৭১ ফ্লাইটে করে তারা ঢাকা ছাড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদের নেতৃত্বে এ টিমে রয়েছেন ছয় চিকিৎসক ও দুইজন সিআইডি কর্মকর্তা।
তারা হলেন- জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সার্জন ডা. রাজিব আহমেদ, ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. হোসেন ইমামও।
দুই সিআইডি কর্মকর্তা হলেন- অ্যাডিশনাল সুপারিটেন্ডেন্ট অব পুলিশ (ক্রাইম সিন, সিআইডি) আবদুস সালাম এবং অ্যাসিস্ট্যান্ট ডিএনএ স্পেশালিস্ট (সিআইডি) আশরাফুল আলম।