স্পোর্টস ডেস্ক: বিশ্বের সকল ফুটবল ভক্তের জন্য সুখবর। সফল অস্ত্রোপচার করা হয়েছে ব্রাজেলিয়ান সেনশেসন নেইমারের পায়ে। ডাক্তার ও ব্রাজেলিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থকে বিষয়টি নিশ্চিত করেছে।
গেল ২৬ ফেব্রুয়ারি ফরাসি লিগে মার্সেই এর বিপক্ষে ম্যাচ চলাকালীন ইনজুরিতে পরেন নেইমার। শঙ্কা দেখা দিয়েছিলো রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণও।
শনিবার ব্রাজেলিয়ান ডাক্তার লাসমারের তত্ত্বাবধায়নে বেলো হরাইজন্তের মতের দেই হাসপাতালে পায়ে অস্ত্রোপচার সম্পন্ন হয় নেইমারের।
ফলে আসন্ন রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণের সম্ভাবনাটা আরো প্রবল হলো বিশ্বের সবচাইতে দামি এই ফুটবলারের।
চিকিৎসকরা জানিয়েছেন চোট থেকে পুরোপুরি সেরে উঠতে আড়াই মাসের মতো সময় লাগতে পারে তার। এদিকে নেইমারের অস্ত্রোপচারের আগে তাকে শুভকামনা জানাতে হাসপাতালের সামনে হাজির জড়ো হাজারো ভক্ত।
রদ্রিগো লাসমার বলেন, ‘নেইমারের চিকিৎসক সব কিছুই পরিকল্পনা মাফিক চলছে। অপারেশনটাও ভালোভাবে সম্পন্ন হয়েছে। আশা করছি সর্বোচ্চ ৯০দিনের মধ্যে ও সুস্থ হয়ে যাবে।’