নিখোঁজের ৫ দিন পর রংপুরে আইনজীবী রথীশ চন্দ্রের লাশ উদ্ধার

 

রংপুরে নিখোঁজ আইনজীবী ও আ.লীগ নেতা রথীশ চন্দ্র ভৌমিক।

রংপুর: নিখোঁজের পাঁচদিন পর রংপুর কোতয়ালি থানার তাজহাট মোল্লাপাড়ায় নির্মাণাধীন একটি ভবন থেকে আইনজীবী  আওয়ামীলীগ নেতা  রথীশ চন্দ্র ভৌমিকের মরদেহ উদ্ধার  করেছে  র‌্যাব সদস্যরা ।  রথীশের স্ত্রী দীপা ভৌমিক ও তার দুই সহকর্মীকে গ্রেফতারের একদিন পর মঙ্গলবার মধ্যরাতে মরদেহটি উদ্ধার করা হয়।

নির্মাণাধীন ভবনে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হলে রথীশের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। সেখানে নিখোঁজের ভাই সুশান্ত ভৌমিক সুবল মরদেহটি শনাক্ত করেন। এ সময় গ্রেফতার রথীশের স্ত্রী দীপা ভৌমিকেও সেখানে নিয়ে যাওয়া হয়।

র‌্যাব-১৩  রংপুর এর অধিনায়ক মেজর আরমিন রাব্বী সাংবাদিকদের জানান, রথীশের স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতেই মরদেহটি উদ্ধার করা হয়েছে। হত্যার পর ওই বাড়িতে মরদেহটিকে মাটিচাপা দেওয়া হয়।

এর আগে র‌্যাব ১৩ এর কন্ট্রোল রুমে দায়িত্বরত সার্জেন্ট রাকিব মঙ্গলবার দিনগত রাত  রাতে সাংবাদিকদের  জানান, ‘মরদেহ উদ্ধারের পর নিখোঁজ আইনজীবী রথীশের পরিবারের সদস্যদের ডেকে আনা হয়। মরদেহটি তার কি-না তা শনাক্তের প্রক্রিয়া চলছে।

নিহত আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক ক্ষমতাসীন আওয়ামী লীগের রংপুর জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক ছিলেন দায়িত্ব পালন করছিলেন রংপুর বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি হিসেবেও।

রংপুর আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক রথীশ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটেরও সাধারণ সম্পাদক ছিলেন। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

তাজহাট উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন আইনজীবী রথীশ। আর তার স্ত্রী দীপা একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সম্প্রতি আলোচিত মামলা জাপানি নাগরিক কুনিও হোশি ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন রথীশ চন্দ্র ভৌমিক। তাই নিখোঁজের পর তার সহকর্মীরা ধারণা করছিলেন, জামায়াত কিংবা সন্ত্রাসীরা তাকে অপহরণ করেছে।

এর মধ্যেই সোমবার  তাজহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলাম ও মতিয়ার রহমানকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ রথীশ চন্দ্র ভৌমিক নিখোঁজ হন নিখোঁজের পর তাঁর রক্তমাখা শার্ট নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। মঙ্গলবার বিভিন্ন সংগঠন রথীশ চন্দ্রের নিখোঁজের প্রতিবাদে প্রতীকী অনশন পালন করে

শর্টলিংকঃ