লক্ষ্মীপুর : জেলার রামগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর নুসরাত জাহান নামে ৮ বছরের এক স্কুলছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ঠাকুরবাড়ির সামনের সেতুর নিচ (খাল) থেকে সোমবার দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ। নুসরাত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সৌদিপ্রবাসী এরশাদ হোসেনের মেয়ে। সে পশ্চিম নোয়াগাঁও ফয়েজে রাসুল নুরানি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রীতে পড়তো।
স্থানীয়রা জানান,গত শুক্রবার জুমার নামাজের আগে নুসরাত নিখোঁজ হয়। পরদিন শনিবার তার মামা জিয়া উদ্দিন বাদি হয়ে রামগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিয়া উদ্দিন বলেন, মেয়ের নিখোঁজের সংবাদ পেয়ে সৌদি আরব থেকে এরশাদ হোসেন রোববার বাড়ি চলে আসেন। কী কারণে নুসরাতকে হত্যা করা হয়েছে, তা তারা বুঝতে পারছেন না।
রামগঞ্জ থানার ওসি (তদন্ত) এ কে এম ফজলুল হক বলেন, ওই শিশুকে হত্যার পর লাশ বস্তাবন্দী করে খালে ফেলে দেয় হত্যাকারীরা। হত্যার বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ঘটনাটির তদন্ত চলছে।