ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যতই নারীর অধিকার নিয়ে স্লোগান দেই না কেন সেই অধিকার পায়ে হেঁটে আসবে না। নারীদের সেই অধিকার আদায় করে নিতে হবে। অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে হবে তাদের। স্বাবলম্বী হতে হবে নিজেদের। তাহলেই নারীদের অধিকার নিশ্চিত হবে।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজেদের মেধা কাজে লাগাতে হবে। নারীদের এগিয়ে আসতে হবে অর্থনীতির সব পর্যায়ে। নানান বাধা সত্ত্বেও প্রতিটি পর্যায়ে সরকার নারীদের কর্মসংস্থান সৃষ্টি করেছে।
তিনি বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আমরা দেখি সচিব পর্যায়ে তখন কোনো নারী ছিল না। এমনকি একজন নারী জজও ছিল না। প্রত্যেকটি জায়গায় নারীকে এগিয়ে নিতে আমরা নানা সুযোগ-সুবিধা দিতে থাকি। এখন সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড প্রতিটি পর্যায়ে নারীরা এগিয়ে চলছে। আমাদের মেয়েরা এভারেস্টে পর্যন্ত চলে যাচ্ছে। আমাদের মেয়েরা এখন আর খেলাধুলায়ও পিছিয়ে নেই। নারীরা যে সুযোগ পেলে পারে, তা আজ প্রমাণিত। সেজন্য স্থানীয় সরকারে পর্যন্ত মেয়েদের কোটা করে দিয়েছি, যেন নারী নেতৃত্বটা গ্রাম থেকে উঠে আসে।
তিনি আরো বলেন, সরকারি চাকরি, ব্যবসা, খেলাধুলাসহ সব ক্ষেত্রে মেয়েদের অগ্রযাত্রা নিশ্চিত করতে সরকার তাঁদের সুযোগ তৈরি করে দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা নারীর প্রতি সরকারের সংবেদনশীলতার প্রমাণ।
‘নারীরা পেছনে পড়ে থাকলে সমাজ দাঁড়াতে পারে না’ এমন মন্তব্যও করেন প্রধানমন্ত্রী। তিনি আত্মবিশ্বাস, আত্মমর্যাদা নিয়ে চলার পাশাপাশি নারীদের পারিবারিক দায়িত্ব পালন করার তাগিদ দেন।
এসময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার জন্য পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেন প্রধানমন্ত্রী।