নাতনিকে দিয়ে বিয়ে না দেয়ায় নানি রিজিয়া বেগমকে (৬০) খুন করেছে এক বখাটে। ঢাকার হাজারীবাগের মধুবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বখাটে সামির উদ্দিন মুন্সি (২২) গ্রেফতার হয়েছে। বুধবার দুপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হওয়ার পর কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
হাজারীবাগ থানার ওসি ইকরাম আলী মিয়া জানান, এ ঘটনায় নিহতর মেয়ে মায়া বেগম একটি মামলা করেন। এরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিজিয়াকে হত্যার কথা স্বীকার করেন তিনি।
উল্লেখ্য, রিজিয়া মধুবাজারের হাজী আক্তার হোসেন রোডের ১৩৭/৩০ নম্বর বাসায় পরিবারসহ থাকতেন। তার নাতনি শিলা স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণির ছাত্রী। সামির উদ্দিন ম্সুী, শিলাকে বিয়ের করার জন্য তার নানীর কাছে প্রস্তাব দেয়। কিন্তু তাদের বিয়ে দিতে রাজি ছিলেন না শিলার মা মায়া বেগম।
এরই এক পর্যায়ে শিলার নানি রিজিয়া বেগমের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করেন সামির। কিন্তু নানিও রাজি না হওয়ায় সুযোগ বুঝে সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় উপর্যুপরি কুপিয়ে তাকে খুন করেন সামির। রিজিয়া বেগম বাসা-বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। তার বাড়ি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধুপখোলা গ্রামে।