
নওগাঁয় হত দরিদ্র ও নিন্ম আয়ের ৭০০ পরিবারের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন, জেলা প্রশাসক মোঃ হারুন অর রশীদ।
বুধবার বিকেলে সদর উপজেলা পরিষদ মাঠে দাতা সংস্থা মুসলিম হেলফেন এর অর্থায়ানে বে-সরকারী সংস্থা রানির সহযোগিতায় সোস্যাল এইড বাংলাদেশ এর আয়োজন করে। এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীন, সোস্যাল এইড বাংলাদেশের প্রতিনিধি আবির হোসেন, রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, সাংবাদিক রায়হান আলম প্রমুখ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ১৯ কেজি সরু চাল, ২ কেজি আটা, ২ কেজি ডাল, ২লিটার তেল, ১কেজি চিনি, ১কেজি লবন ইত্যাদি।
আয়োজকরা জানান, করোনা ভাইরাসে নিন্ম আয়ের মানুষরা কর্মহীন হয়ে পড়ায় তাদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়ে। তাদের কথা বিবেচনা করে খাদ্য সহায়তার বিতরণ করা হয়। তাদেও এই কর্মসুচী অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।