
দেশকে জাহান্নামের সঙ্গে তুলনা করা বিচারপতি ইমদাদুল হক আজাদের বক্তব্য প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নজরে এনেছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ এ এম আমিন উদ্দিন। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেছেন, ওই বিচারপতি শপথ ভেঙেছেন।
আজ ১০ অক্টোবর মঙ্গলবার বিচারপতির ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেলের কাছে সাংবাদিকরা মতামত জানতে চাইলে তিনি এ কথা বলেন।
এ এম আমিন উদ্দিন একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘যে বিচারক (বিচারপতি ইমদাদুল হক আজাদ) এমন কথা বলেছেন, তিনি সংবিধান অনুযায়ী বিচারক হিসেবে যে শপথ নিয়েছেন সেই শপথ তিনি ভঙ্গ করেছেন। আমি মনে করি তিনি (বিচারপতি) সংবিধানের বাইরে গিয়ে অসাংবিধানিক কথা বলেছেন, আনপ্যারালাল মন্তব্য করেছেন।’
তিনি আরও বলেন, ‘একজন বিচারকের এ ধরনের মন্তব্য সম্পূর্ণভাবে অসাংবিধানিক এবং এটা গর্হিত। কোনোভাবেই এটা সমর্থনযোগ্য না। আমি আশা করি প্রধান বিচারপতি এ বিষয়ে ব্যবস্থা নেবেন। কারণ এ ধরনের কথা বললে এটি দেশের মানুষের কাছে বিচার বিভাগ সম্বন্ধে ভিন্ন ধারণা হতে পারে যেটা আমাদের জন্য ক্ষতিকর।’
এদিন তথ্য-প্রযুক্তি আইনের মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের সাজা নিয়ে করা আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়।
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। এতে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্টের বিচারপতি ইমদাদুল হক আজাদের একক বেঞ্চ। এক পর্যায়ে এ বিচারপতির আদালত বলেন, দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।