আনন্দবাজার জানায়, এক দিকে বিরাটের ক্রিকেট টুর্নামেন্ট আর অন্য দিকে অনুষ্কার ছবির পর ছবি। এরই মাঝে ‘পরি’ মুক্তি পেল কি পেল না, ‘সুই ধাগা’ নিয়ে বসে পড়লেন নায়িকা।
অবশেষে ভোপালে ‘সুই ধাগা’র প্রথম শেডিউলের কাজ শেষ হতে না হতেই দৌড় দিলেন দিল্লিতে বরের কাছে। ও দিকে ক’দিন বাদেই আবার বিরাট ব্যস্ত হয়ে পড়বেন ‘আইপিএল’ নিয়ে। মাঝে যতটা সময় পাওয়া যায় নিজেদের জন্য, সেটাই তাদের সংসার। দু’দিনের জন্যই দু’জনের দেখা। কিন্তু এই দু’দিনেই চুটিয়ে মজা করছেন যুগলে আর তাতে খুশিও তারা। তার প্রমাণও মিলেছে একটি ভিডিয়োয়।
সম্প্রতি সোশ্যাল মি়ডিয়ায় একটি ওয়র্কআউটের ভিডিয়ো শেয়ার করেছেন অনুষ্কা। সেখানে প্রায় নাচতে নাচতে দু’দিকে মাথা দুলিয়ে তাকে ট্রেডমিলে ছুটতে দেখা যাচ্ছে। এই তারকা দম্পতির বিয়ের মতোই সংসার নিয়েও সোশ্যাল মিডিয়া একই রকম উচ্ছ্বসিত।