দাম না থাকায় আলু নিয়ে বিপাকে চরাঞ্চলের কৃষকরা


সুন্দরগঞ্জ : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চরাঞ্চলে আলুর বাম্পার ফলন হলেও দরপতন হওয়ায় আলু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।
জানা গেছে, গত বছর আলুর ভালো দাম পাওয়ায় চরাঞ্চলের কৃষকরা এবার অধিক পরিমান জমিতে আলু চাষ করছেন। আবহাওয়া অনুকুলে থাকায় ও সঠিক সময়ে সার, কীটনাশক ব্যবহার করায় তুলনামুলক ভাবে আলুর বাম্পার ফলন হয়েছে।

এদিকে বাজারে আলুর দরপতন ঘটায় চাষীরা তাদের রোপনকৃত আলু জমি থেকে উত্তোলণ করে বাজারজাত করতে না পারায় তারা লোকসানের মুখ গুনছেন। এছাড়া ৯০ কেজির প্রতি বস্তা আলু সাড়ে ৪’শ থেকে ৫’শ টাকা দরে বিক্রি হলেও ক্রেতা সংকটের কারণে আলুগুলো বস্তাবন্দি করে কৃষকরা ক্ষেতেই ফেলে রাখছেন। এতে করে আলুগুলো বস্তার ভিতরে পচন ধরছে। কৃষকরা মহাজন ও এনজিওর নিকট থেকে আগাম ঋণ নিয়ে আলু চাষ করে বাজারে দর না থাকায় তা পরিশোধ করতে না পেরে বিপাকে পড়েছেন।

এ নিয়ে কথা হয় রামডাকুয়া গ্রামের আলু চাষী সাজেদুল ইসলামের সাথে। তিনি জানায়, আলুর বাজারে যে দরপতন দেখা দিয়েছে তাতে করে আমার ৩০ বিঘা জমিতে উৎপাদন খরচের অর্ধেকই উঠছে না। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবছর এ উপজেলায় ৭’শ ৬০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় চরাঞ্চলে বেশি। এব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ রাশেদুল ইসলাম জানান, আলুর বাম্পার ফলন হলেও বাজারে দরপতন ঘটায় চাষীরা লোকসানের মুখে পড়েছেন। তবে আলুগুলো সংরক্ষণ করতে পারলে হয়তো আলু চাষীরা পুষে নিতে পারবেন।

শর্টলিংকঃ