এস জোবায়ের আহমেদ : চাকরিতে দশম গ্রেড দেওয়া, ডিপ্লোমা মেডিকেল শিক্ষা বোর্ড গঠন, স্থগিত করা নিয়োগ দ্রুত চালু করা ও নতুন পদ সৃষ্টির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন।
জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার দুপুরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, রোগ নির্ণয়ের মতো স্পর্শকাতর কাজ মেডিকেল টেকনোলজিস্টরা করলেও সরকারি সুযোগ-সুবিধায় তাঁরাই চরম অবহেলায় রয়েছেন।
আগামী ৩১ মার্চের মধ্যে এসব দাবি মানা না হলে ১ এপ্রিল থেকে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল, কলেজ, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল টেকনোলজিস্টদের লাগাতার কর্মবিরতির কর্মসূচি পালন করা হবে বলেও জানান বক্তারা।