ত্রিশালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ত্রিশালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে হালিমা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মার্চ) সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ফাতেমা জোহরা রাণী। খেলার উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান আধ্যাপক ইউসুফ খান পাঠান ও প্রধান আলোচকের বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ওসি জাকিউর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান মাহমুদ, অ্যাডভোকেট মাহবুবুল আলম ফরিদ। স্বাগত বক্তব্য রাখেন হালিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদ।

পরে বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ফাতেমা জোহরা রাণী।

শর্টলিংকঃ