ত্রিশালে প্রাইভেটকার চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত

[প্রতিকী ছবি ]
ময়মনসিংহ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহের ত্রিশালে উপজেলার বাগান নামকস্থানে প্রাইভেটকার চাপায় মতিউর রহমান (৩০) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

মহাসড়কের পূর্ব পাশে প্রতিষ্ঠিত কনজুমার কোম্পানির কর্মী মতিউর রহমান রোববার সন্ধ্যায় বাবার অসুস্থতার খবর পেয়ে দ্রুত বেতনের টাকা উত্তোলন করে অফিস থেকে বের হয়ে সড়ক পারাপারের সময় ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার চাপা দেয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। নিহত মতিউর ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর গ্রামের করম আলীর ছেলে বলে জানা যায়।

শর্টলিংকঃ