ডেক্স রিপোর্ট :
তাইওয়ানে হুয়ালিয়েন শহরে শক্তিশালী ভূমিকম্পে কয়েকটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে অন্ততপক্ষে দুজন নিহত হয়েছেন। আংশিক ভেঙে পড়া ভবনগুলোর নিচে অনেকে আটকা পড়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
ঊপকুলীয় ওই শহর থেকে ২০ কিলোমিটার উত্তরপূর্বে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএস বলছে, এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের মাত্র এক কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে হুয়ালিয়েনে আংশিক ভেঙ্গে পড়া হোটেল ও আবাসিক ভবন থেকে লোকজনকে বের করতে আনতে উদ্ধারকর্মীরা চেষ্টা করছেন বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। আলোকচিত্রে বহুতল ভবন ও সড়কে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে। ভেঙে পড়া ভবন থেকে অন্তত ২৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে শহরের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে।
কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তাইওয়ানের প্রধানমন্ত্রী দুজন নিহতের খবর দিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টাসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভূমিকম্পে শহরের ১০তলা মার্শাল হোটেলের নিচতলা ও বেজমেন্ট দেবে গেছে। জিনা স্টারবাক নামের একজন প্রত্যক্ষদর্শীর জানান “আমরা জানি, ভিতরে লোকজন আটকা পড়ে আছে, হোটেলের ভিতরে আলো দেখতে পাচ্ছি।নিজেদের অবস্থানের জানান দিতে তারা মোবাইলের লাইট জ্বালাচ্ছে। উদ্ধার তৎপরতায় সহযোগিতার জন্য সেনবাহিনীকে তলব করা হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র থেকে ১৬০ কিলোমিটারের বেশি দূরবর্তী তাইওয়ানের রাজধানী তাইপেতেও তা অনুভূত হয়েছে। ভূমিকম্পপ্রবন তাইওয়ানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ১১৬ জন মানুষের মৃত্যু দ্বিতীয় বর্ষপূর্তিতে এই ভূমিকম্প হল।