ডিপিএল: শিরোপা পুনরুদ্ধারে আরো একধাপ এগিয়ে গেলো আবাহনী

  দশের খবর ডেস্ক  : ১৫তম রাউন্ড শেষে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের পথে আরো একধাপ এগিয়ে গেলো   আবাহনী লিমিটেড। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে লিজেন্ডস অফ রূপগঞ্জ।

১১টি জয়ের বিপরীতে এবারের লিগে মাত্র ৪টি ম্যাচে হারে স্বাদ পেয়েছে আবাহনী। নাঈম ইসলামের দল হেরেছে ৫টি ম্যাচে। ১৫ ম্যাচে রূপগঞ্জের সমান ২০ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে থেকে, টেবিলের ৩ নম্বরে ধানমন্ডি পাড়ার আরেক দল শেখ জামাল।

এছাড়া ১৫ পয়েন্ট নিয়ে প্রাইম দোলেশ্বর ৪র্থ আর ১৪ করে পয়েন্ট নিয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও খেলাঘর সমাজকল্যাণ সমিতি রয়েছে টেবিলের ৫ম ও ৬ষ্ঠ স্থানে। এদিকে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রেলিগেশন লড়াই’য়ে সবার ওপরে ব্রাদার্স।

সমান পয়েন্ট নিয়ে অগ্রণী ব্যাংক আছে দ্বিতীয় স্থানে। ১৩ ম্যাচে ১১ হার আর ২ জয়ে, রেলিগেশন নিশ্চিত হয়েছে আশরাফুলের কলাবাগান ক্রীড়া চক্রের।

শর্টলিংকঃ