কক্সবাজার : টেকনাফের সাবরাং নয়াপাড়া এলাকা থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।
বাংলাদেশ কোস্টগার্ড চট্রগ্রাম পূর্ব জোনের সহকারী পরিচালক (গোয়েন্দা) লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সাবরাং নয়াপাড়া বালুচর এলাকায় এ অভিযান চালানো হয়। এই সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দুই পাচারকারী পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।