টাইটেল গানে শাকিব খানের সঙ্গে নাচবেন ১০০ ডান্সার

বিনোদন ডেস্ক: দেশীয় বিনোদনের জনপ্রিয় নায়ক শাকিব খানের ‘ভাইজান এলো রে’ নামের নতুন ছবির শ্যুটিং শুরু হয়েছে। এই ছবিটি পরিচালনা করছেন কলকাতার জয়দীপ মুখার্জি।

কলকাতায় প্রথমেই ছবির টাইটেল গানের চিত্রগ্রহণ শুরু করেছেন তিনি। আর ছবিটির টাইটেল গানে শাকিব খানের সঙ্গে নাচবেন ১০০ ডান্সার। ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন টলিউডের মিষ্টি অভিনেত্রী শ্রাবন্তী।

ছবির শুটিংয়ে অংশ নিতে গত বৃহস্পতিবার কলকাতায় যান শাকিব। কিন্তু নতুন ছবিতে তার লুক কেমন হবে তা নিয়ে ছিলো বেশ জল্পনা-কল্পনা। অবশেষে ইতি হলো জল্পনা-কল্পনার। ছবির টাইটেল গানে চোখে নীল চশমা, হাতে রুমাল পেচানো, গলায় মোটা চেইন দেয়া অবস্থায় বেশ ভালো লুকে দেখা গেছে শাকিবকে।

ভাইজান এলো রে’ ছবিতে শাকিব-শ্রাবন্তী ছাড়াও অভিনয় করছেন বাংলাদেশের দীপা খন্দকার, শাহেদ আলী, মণিরা মিঠু, কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি।

শর্টলিংকঃ