বাসস :
দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে ২০১৭-২০১৮ মৌসুমের আখ মাড়াই সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এটি ছিল জয়পুরহাট চিনিকলের ৫৫ তম মাড়াই মৌসুম।
চিনিকল সূত্র বাসস’কে জানায়, চলতি আখ মাড়াই মৌসুমে ৬৫ হাজার মে.টন আখ মাড়াই করে ৪ হাজার ৮৫০ মে. টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও মাড়াইয়ের শেষ দিন ৩০ জানুয়ারি পর্যন্ত ৬১ হাজার ৯২ মে. টন আখ মাড়াই করে ৩ হাজার ৮৮০ মে. টন চিনি উৎপাদন করা হয়েছে। চিনি আহরনের শতকরা হার অর্জিত হয়েছে ৬ দশমিক ৩৫ ভাগ। গত ২০১৬-২০১৭ মাড়াই মৌসুমে ৫৫ হাজার ৬২ মে. টন আখ মাড়াই করে ৩ হাজার ৯১৮ মে. টন চিনি উৎপাদন করা হয়েছিল।
চিনিকল সূত্র জানায়, ২০১৭-২০১৮ মাড়াই মৌসুম শুরু হয়েছিল গত ১২ ডিসেম্বর। এবার ৬৫ হাজার মে.টন আখ মাড়াই করে ৪ হাজার ৮ শ ৫০ মে. টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ৫৫ তম মাড়াই মৌসুম শুরু হলেও আখের অভাবে ৩০ জানুয়ারি দেশের বৃহত্তম জয়পুরহাট চিনিকলে চলতি মৌসুমের আখ মাড়াই সমাপ্ত ঘোষণা করা হয়। চিনি আহরণের শতকরা হার ছিল ৭ দশমিক ৫০ ভাগ।
এবার আখের মূল্য মিলগেটে প্রতি কুইন্টাল ৩১২ দশমিক ৫০ টাকা এবং বাইরের আখ ক্রয় কেন্দ্রে ৩০৯ টাকা প্রদান করা হয়। ই-পূর্জি ও ই-গ্যাজেটের মাধ্যমে পূর্জি বিতরণ ছাড়াও মোবাইল ব্যাংক একাউন্টের মাধ্যমে আখচাষিদের আখের মূল্য পরিশোধের ব্যবস্থা করে চিনিকল কর্তৃপক্ষ।
চিনিকল সূত্র জানায়, আখচাষে উৎসাহ প্রদানের জন্য ৪ হাজার ৫ শ ১৭ জন আখ চাষির মাঝে এবার উপকরণ ও নগদ ঋণ বিতরণের পরিমান হচ্ছে ৩ কোটি ৬৬ লাখ টাকা। উপকরণের মধ্যে রয়েছে বীজ, সার ও কীটনাশক । ২০১৬-১৭ আখ রোপন মৌসুমে রোপা পদ্ধতিতে (এসটিপি) আখ রোপনের জন্য ৪ হাজার ৫শ জন আখ চাষির মধ্যে প্রায় এক কোটি টাকা ভুর্তুকি প্রদান করা হয়েছে বলে বাসস’কে জানান, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো: মোস্তফা কামাল।