ডেক্স রিপোর্ট : বাংলাদেশ সীমান্তে জিরো লাইনের ওপাশে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সমাবেশ এবং ‘গুলির শব্দ’ নিয়ে দু দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তাদের বৈঠক হয়েছে।
বান্দরবানের নাইক্ষংছড়ির ঘুনধুম সীমান্তে বৈঠকের পর বিজিবির কর্মকর্তা লেফটেন্যাস্ট কর্ণেল মঞ্জুরুল আহসান খান সাংবাদিকদের বলেছেন, মিয়ানমারের কর্মকর্তারা গুলির কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, “তমরু সীমান্তে জিরো লাইনের কাছাকাছি ফায়ারিং কেন হয়েছে একথা আমরা জিজ্ঞেস করেছি, তারা বলেছেন তারা ফায়ার করেন নি।
শুক্রবার বিবিসি বাংলা জানায় বান্দরবানের নাইক্ষংছড়ির ঘুনধুম সীমান্তে শ’দুয়েক সেনা সমাবেশ করেছে মিয়ানমার – এ খবর বেরুনোর পর বাংলাদেশ তাদের সরিয়ে নিতে মিয়ানমারকে আহ্বান জানিয়েছে। লেফটেন্যাস্ট কর্ণেল মঞ্জুরুল আহসান খান বলেন, মিয়ানমারের দিকে যারা আছে তারা সীমান্তরক্ষী বাহিনীর ইউনিফর্ম পরা – তাই আমরা বলতে পারছি না যে তারা মিয়ানমারের সেনাবাহিনীর লোক।
তিনি বলেন তারা মিয়ানমারের কর্মকর্তাদের বলেছেন যে সীমান্তে যা হচ্ছে তা বাংলাদেশে বিভ্রান্তি সৃষ্টি করবে এবং সীমান্তে উত্তেজনা বাড়াবে। মিয়ানমার কর্তৃপক্ষ বলেছেন তারা বিষয়টি দেখবেন। ঘুনধুম সীমান্তে এই জায়গাটিতে জিরো লাইনের ওপর প্রায় ৬ হাজার রোহিঙ্গা শরণার্থী অনেকদিন ধরে আটকে আছে।