জাল ভোট দেয়ার অপরাধে ৫ জনের অর্থদণ্ড

[প্রতিকী ছবি ]
নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আটক পাঁচ কিশোরকে অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টায় সংক্ষিপ্ত বিচারিক আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আব্দুল্লাহ্ আল হাবীব তাদের প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড করেন।

নির্বাচনের দায়িত্বে নিয়োজিত নিবার্হী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবদুল্লাহ্ আল মাহমুদ জামান বলেন, দুপুরে জাল ভোট দেবার জন্য পাঁচজন ভোটার লাইনে দাঁড়ায়। এসময় তাদের আটক করা হয়। পরে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয়।
এর আগে দুইটি কেন্দ্রে অন্যের ভোট দিতে এসে ভোট কক্ষের দায়িত্বশীল ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয় তারা।

তবে আটককৃতরা শিক্ষর্থী হওয়ায় তাদের নাম প্রকাশ করেনি ভ্রাম্যমান আদালতের এই বিচারক।

শর্টলিংকঃ