জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে উত্তপ্ত শাবিপ্রবি

সিলেট: বিশিষ্ট কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস। এ ঘটনায় তিন দফা দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো- অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও সঠিক তদন্ত প্রকাশ, হামলার দ্রুত বিচার সম্পন্ন করা এবং ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

এক্ষেত্রে তারা কয়েক দফায় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। যাতে বলা হয়েছে- ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ, দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ে সীমান্ত প্রাচীর নির্মাণ এবং নিরাপত্তা সমাধানের নামে কাউকে হয়রানি না করে যথাযথ পদক্ষেপ গ্রহণ।

হামলার প্রতিবাদে সকাল সাড়ে ১০টায় সাধারণ শিক্ষার্থীরা, ১১টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং দুপুর ১২টায় সম্মিলিত সাংস্কৃতিক জোট  সমাবেশ ও মানববন্ধন করেছে।‘সাস্টিয়ান এক হও, জাফর ইকবালের ওপর হামলা কেন?’, ‘বিচার চাই, বিচার চাই’ বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

এ সময় বিক্ষোভকারীরা ড. জাফর ইকবালের ওপর হামলাকারীর বিচার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে নেপথ্যের ব্যক্তিদের চিহ্নিত করার দাবি জানান।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শাহজালাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, শাখা ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ অন্যান্য ছাত্রসংগঠন।

শর্টলিংকঃ