নীলফামারী: নীলফামারীর জলঢাকা উপজেলায় অটোরিকশার ধাক্কায় মোমিন (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ মার্চ) বিকেলে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের কাঁকড়ার চৌপথী নামক স্থানে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ফজলুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে চৌপথী নামক এলাকায় রাস্তা পার হচ্ছিল মোমিন। এসময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে অজ্ঞান হয়ে পরে, সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দশের খবরকে জানান, এ ব্যাপারে শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।