চলন্ত অটোরিক্সায় সন্তান প্রসব করলো একনারী


স্টাফ রিপোর্টার : খানা-খন্দে ভরা সাদুল্যাপুর-নলডাঙ্গা পাকা সড়কে তীব্র ঝাঁকুনিতে ব্যাটারি চালিত চলন্ত অটোরিক্সায় সন্তান প্রসব করলেন লাইজু বেগম নামে এক গৃহবধূ। উপজেলা নলডাঙ্গা পুরাতন টেম্পু স্ট্যান্ড এলাকায় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

গৃহবধূ লাইজু বেগম উপজেলার প্রতাপ গ্রামের আনিসুর মিয়ার স্ত্রী।সোমবার রাত ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মা ও নবজাতক দুইজনেই সুস্থ আছেন।

ওই গৃহবধূর শ্বাশুর ফয়জার রহমান জানান, তার পুত্রবধূ লাইজু বেগম শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে তাকে স্থানীয় এক চিকিৎসকের নিকট নিয়ে যান। সেখান থেকে অটোরিক্সা যোগে বাড়িতে ফেরার সময় লাইজুর প্রসব বেদনা ওঠে।এক পর্যায়ে লাইজু চলন্ত অটোরিক্সায় একটি কন্যা সন্তান জন্ম দেন।

অটোরিক্সার চালক আনিসুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি কোন রকম সংস্কার বা মেরামত না করায় খানা-খন্দে ভরপুর হয়ে ইঠছে। ফলে প্রতিনিয়তই সড়কে ছোট-খাটো দুর্ঘটনা ঘটলেও দেখার কেই নেই।

শর্টলিংকঃ