চট্রগামের বায়েজিদ থানায় অস্ত্রসহ আটক পাঁচ সন্ত্রাসী। ছবি-দশের খবর
শের খবর ডেস্ক: চট্রগ্রাম নগরীর বায়েজিদ থেকে অস্ত্রসহ ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার নাসিরাবাদ দারোগাবাড়ীর রান্নাঘর থেকে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- রাজন (৩১), ইকবাল (২৩), মিজান (২৫), পারভেজ (৩১) ও মোরশেদ আলী (২৬)। এ সময় তাদের কাছ থেকে ১টি বার্মিজ বন্দুক, ৩টি দেশি তৈরি বন্দুক, ৯ রাউন্ড কার্তুজ, ১টি চাপাতি, ২টি ছোরা, ২টি রামদা, ১টি লোহার পাইপ, ৪টি মোবাইল সেট ও ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়।
বায়েজিদ থানার এসআই গোলাম মোহাম্মদ নাসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিতে তাদের গ্রেফতার করা হয়।
বায়েজিদ থানার এসআই নাসিম জানান, ছাত্র শিবিরের এক সময়ের দুর্দান্ত ক্যাডার ম্যাকসন ও সরওয়ারের অনুসারী হিসেবে পরিচিত সন্ত্রাসী দলটি দারোগাবাড়ির লেয়াকত আলীর ঘরে অবস্থান করছিল। এ খবর পেয়ে সোমবার ভোররাত থেকে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় পাঁচ জন সশস্ত্র সন্ত্রাসীকে আমরা গ্রেফতার করা হয়।