গোবিন্দগঞ্জ মসজিদের উন্নয়নে সরকারি সড়কের গাছ কর্তন


স্টাফ রিপোর্টার : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের সূর্যগাড়ী জামে মসজিদের উন্নয়নের নামে সরকারি সড়কের গাছ কর্তনের অভিযোগ উঠেছে। গত পাঁচদিন থেকে সূর্যগাড়ীর প্রায় এক কিলোমিটার সড়কে অবৈধ ভাবে গাছ কাটা হচ্ছে।আজ শনিবারেও গাছ কাটা হয়।

সূর্যগাড়ী জামে মসজিদ কমিটির সদস্য আমিনুল ইসলাম জানান, মসজিদ কমিটির পক্ষ থেকে প্রায় ১৬ বছর আগে সড়কে ইউক্লিপটার্স ও রেইন্ট্রি গাছ রোপন করা হয়। এখন আমরা সেই গাছ কেটে মসজিদের উন্নয়ন করছি। তিনি জানান, সম্প্রতি সড়কের ২৬৫ টি গাছ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (প্রাক্তন) সুম্ভু মিয়ার নিকট ৩ লাখ ১০ হাজার টাকা বিক্রি করা হয়েছে। এর মধ্যে নগদ ২ লাখ ৮০ হাজার টাকা নগদ পাওয়া গেছে আর ৩০ হাজার টাকা বাকী আছে। তবে সুম্ভু মেম্বার গাছ ক্রয়ের কথা অস্বীকার করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তাহাজুল ইসলাম ভূট্রর সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ প্রসঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শীলাব্রত কর্মকার জানান, বিষয়টি আমি শুনেছি। সরকারি সড়কের কর্তন করা গাছ জব্দ করে ব্যবস্থা নেওয়ার জন্য থানার ওসিকে বলেছি।

শর্টলিংকঃ