গোবিন্দগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে মামলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভুল চিকিৎসায় তানিয়া বেগম (২৪) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার। গত সোমবার দুপুরে শহরের সিটি জেনারেল হাসপাতাল অ্যান্ড কনসালটেশন সেন্টারে অপচিকিৎসার এ ঘটনা ঘটে। তানিয়া উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা (পলুপাড়া) গ্রামের আবু সাঈদের মেয়ে এবং একই গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমানের স্ত্রী।

এ ঘটনায় জড়িত চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবার বিচার দাবিতে গত সোমবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ করেছে পরিবারটি। এ বিষয়ে ডা. মশিউর রহমান ও গাইনি চিকিৎসক তৌহিদা ইয়াসমিন সমাকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

মৃত তানিয়ার মা ও তার পরিবারের লোকজনের ভাষ্য, তানিয়ার প্রসব বেদনা উঠলে তাকে বেলা সাড়ে ১২টার দিকে সিটি জেনারেল হাসপাতাল অ্যান্ড কনসালটেশন সেন্টারে নিয়ে আসে। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সুস্থ থাকায় তাকে সিজার করা জন্য অস্ত্রোপচার কক্ষে নিয়ে যায়।

সিজারের কিছুক্ষণের মধ্যেই ওই হাসপাতাল থেকে জানানো হয়, রোগীর অবস্থা ভালো না। উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেলে নিতে হবে। কথানুযায়ী তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স ডাকা হয়। কিন্তু রোগীকে অ্যাম্বুলেন্সে তোলার সময় স্বজনরা আবিষ্কার করেন যে কিছুক্ষণ আগেই রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসকের কাছে রোগীর মৃত্যুর কারণ জানতে চাইলে কোনো কিছু না জানিয়ে চিকিৎসক ও সেবিকাসহ (নার্স) একে একে সবাই হাসপাতাল থেকে সটকে পরে।

শর্টলিংকঃ