গোবিন্দগঞ্জে বন্ধ হচ্ছেনা অবাধে সড়কের গাছ কর্তন (ভিডিও)

গোবিন্দগঞ্জে বন্ধ হচ্ছেনা অবাধে সড়কের গাছ কর্তন

স্টাফ রিপোর্টার : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের সূর্যগাড়ী সড়কে অবৈধ ভাবে গাছ কাটা চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) শীলাব্রত কর্মকার জানান, সড়কের গাছ কাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য থানার ওসিকে বলেছি। এরপর প্রায় সপ্তাহ খানেক পেরিয়ে গেলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তবে পুলিশ বলছে, সরকারি সড়কের গাছ কাটা হলেও স্থানীয়দের কোন অভিযোগ নেই।

স্থানীয়দের অভিযোগ, সূর্যগাড়ী জামে মসজিদ উন্নয়নের নামে গত দেড় সপ্তাহ ধরে এই সড়কের গাছ কাটা হচ্ছে। আমিনুল ইসলাম নামে ওই মসজিদ কমিটির এক সদস্য জানান, মসজিদ কমিটির পক্ষ থেকে প্রায় ১৬ বছর আগে সড়কে ইউক্লিপটার্স ও রেইন্ট্রি গাছ রোপন করা হয়। এখন আমরা সেই গাছ কেটে মসজিদের উন্নয়ন করছি।

তিনি জানান, সম্প্রতি সড়কের ২৬৫ টি গাছ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (প্রাক্তন) সুম্ভু মিয়ার নিকট ৩ লাখ ১০ হাজার টাকা বিক্রি করা হয়েছে। এর মধ্যে নগদ ২ লাখ ৮০ হাজার টাকা নগদ পাওয়া গেছে আর ৩০ হাজার টাকা বাকী আছে। তবে সুম্ভু মেম্বার গাছ ক্রয়ের কথা অস্বীকার করেন।

এ প্রসঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শীলাব্রত কর্মকার জানান, বিষয়টি আমি শুনেছি। সরকারি সড়কের কর্তন করা গাছ জব্দ করে ব্যবস্থা নেওয়ার জন্য থানার ওসিকে বলেছি। থানার ওসি মজিবুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখতে বৈরাগী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়। ওই কেন্দ্রের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, ইউএনও বললে হবেনা। সুনির্দিষ্ট অভিযোগ দিতে হবে।

সুত্রমতে, অবৈধ ভাবে সরকারি সড়কের গাছ কর্তন করায় এখাত থেকে সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাছাড়া সরকারি সম্পদ রক্ষায় পুলিশের এ বক্তব্য গাছ কর্তনকারিদের উৎসাহিত করেছে।

শর্টলিংকঃ