গোবিন্দগঞ্জে নয় অপহরণকারির জামিন নাকচ

স্টাফ রিপোর্টার : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯ অপহরণকারির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেচ আদালতের বিচারক পার্থ ভদ্র আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

কারাবন্দিরা হলেন, মিন্টু মিয়া (২৫), সাফিরুল ইসলাম (২৬), হাবিবুর রহমান (২৪), মাহাবুবর রহমান (৩০), নওরোজ (২৫), মোকসেদুল ইসলাম (২৬), সাজ্জাদুর রহমান দয়াল (২৬), শাহজাহান মিয়া (৩২) ও বেলাল মিয়া (৩০)। এরা সবাই গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের বাসিন্দা। আদালত সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুযারি সন্ধ্যায় নাকাই হাট বাজারের একটি মোবাইলের দোকান থেকে আঙ্গুর (১৯) নামে এক যুবক অপহরণের শিকার হয়।

এ ঘটনায় ওই যুবকের বাবা খুকশিয়া গ্রামের রনজু মিয়া থানায় একটি মামলা করেন। এতে ওই যুবকদের অভিযুক্ত করা হয়।

অদালতের সিএসআই এসআই ক্ষীরোদ জানান, মামলায় অভিযুক্তরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আবেদনের দীর্ঘ শুনানী শেষে বিচারক তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শর্টলিংকঃ