গাইবান্ধার গোবিন্দগঞ্জে আব্দুল মান্নান (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। উপজেলার রাজাবিরাট এলাকায় সোমবার বেলা ১০ টায় একটি বালু ভর্তি ট্রাক্টর বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান পাশ্ববর্তী বগুড়ার নন্দিগ্রাম উপজেলার হাটলাল গ্রামের মৃত্যু রফিকুল ইসলামের ছেলে। তিনি জাকস নামে একটি এনজিওর স্থানীয় শাখা ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শিরা জানান, উপজেলার রাজস থেকে বালু ভর্তি ট্রাক্টরটি ধনিয়ালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাক্টরটি রাজাবিরাট সোনালী ব্যাংকের সামনে পৌঁছিলে বিপরীদ দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আব্দুল মান্নান গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানাধীন বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর রাজু কামাল এ তথ্য নিশ্চিত করে বলেন, দূর্ঘটনা কবলিত ট্রাক্টরটি আটক করা হয়। ঘটনার পর পরই ড্রাইভার পালিয়ে যায়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।