গোবিন্দগঞ্জে  গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বর্ণ শ্রমিক। ছবি-দশের খবর

  স্টাফ রিপোর্টার : গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুইজন শ্রমিকের মধ্যে এক নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার নাম তপন চন্দ্র (১৬)। তপন চন্দ্র পৌর এলাকার শিববাটি গ্রামের মনোরঞ্জনের ছেলে। তপনের ভগ্নিপতি রঞ্জন চন্দ্র এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ২৮ মার্চ দুপুরে তটন চন্দ্রসহ দুইজন কারখানায় কর্মরত থাকা অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়। পরে উভয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য তপনকে ঢাকায় নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

দগ্ধ অপর শ্রমিক হলেন- উপজেলার চাঁদপাড়া গ্রামের ভূষন চন্দ্রের ছেলে ডলোন চন্দ্র (৩৫)।

উপজেলা ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ আব্দুল হামিদ দশের খবরকে জানান, ওই কারখানায় ১৬ জন শ্রমিক কাজ করছিলেন। এদের মধ্যে সিলিন্ডার বিস্ফোরণে দুইজন আহত হন।তিনি আরও বলেন,  মেয়াদীত্তীর্ণ সিলিন্ডার ব্যবহারের ফলে এ দুর্ঘটনা ঘটতে পারে।

শর্টলিংকঃ