
গোবিন্দগঞ্জ : গাইবান্ধার গোবিন্দগঞ্জে টুনটুনি বেগম (৩০) নামে এক নারীকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। পৌর শহরের বর্দ্ধনকুঠি (শিল্পপাড়া) থেকে শুক্রবার রাত পৌনে ১১ টায় তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মোস্তফার স্ত্রী।
স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ থানার এসআই আনোয়ারুল ইসলাম ও এস আই শফিকুল ইসলাম মন্ডল সঙ্গীয় ফোর্সসহ তার বাড়ীতে অভিযান চালায়। এসআই আনোয়ারুল ইসলাম জানান, এ সময় ওই বাড়ী তল্লাসী করে ১৫০ পিস ইয়াবাসহ টুনটুনিকে পুলিশ আটক করে। উদ্ধার ইয়াবার মুল্য ৬০ হাজার টাকা।
গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে টুনটুনির বিরুদ্ধে মামলা হয়েছে।শনিবার সকালে তাকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।