গোবিন্দগঞ্জে অপহৃত স্কুলছাত্রীর সন্ধান এখনো মেলেনি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহৃত স্কুলছাত্রীর সন্ধান ১৫ দিনেও মেলেনি। উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর হাজীপাড়া গ্রামের নিজবাড়ী থেকে গত ৫ মে ওই ছাত্রী অপহরণের শিকার হয়।

জানা গেছে, মেয়েটি স্থানীয় কোচাশহর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনিতে লেখাপড়া করতো। প্রায়ই স্কুলে যাওয়া আসার সময় পথিমধ্যে তাকে একই গ্রামের নুরুজ্জামানের ছেলে ফিরোজ কবির (২৩) প্রেমের প্রস্তাব দেয়।এ প্রস্তাব প্রত্যাখান করায় সে ক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে ফিরোজ ৩-৪ জন বন্ধুর সহযোগিতায় গত ৫ মে রাতে নিজবাড়ী থেকে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃত ছাত্রীর পিতা আব্দুর রশিদ আকন্দ জানান, এ ঘটনায় তিনি ফিরোজ কবিরসহ ৪ জনকে আসামি করে গত মাসের ৩১ তারিখে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এ মামলা দেন। এতে অভিযুক্ত অপর তিনজন হলেন একই গ্রামের নূরুল ইসলামের ছেলে বাবু মিয়া (২৪), আব্দুল মতিনের ছেলে জয়নাল আকন্দ (২৮) ও হবিবর রহমানের ছেলে নবীন হোসেন (৩২)।

গাইবান্ধা জেলা জজ আদালতের অ্যাডভোকেট শাহনেওয়াজ খান এ তথ্য নিশ্চিত করে জানান, আদালতের বিচারক তদন্তের জন্য মামলার নথিপত্র পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গাইবান্ধার নিকট পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শর্টলিংকঃ