
গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলায় বরিশাল থেকে ঢাকাগামী সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আটজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন।
রোববার (১ এপ্রিল) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত আরও ২৩ যাত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মুকসুদপুরে সিনদিয়াঘাট পুলিশ ফাঁড়ির এএসআই ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বরিশাল থেকে ছেড়ে আসা সুগন্ধা পরিবহনের ওই বাসটি মুকসুদপুরের চুমুরদি নামক এলাকায় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুকসুদপুর থানার ডিউটি অফিসার এএসআই আ. গফুর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশসহ দমকল বাহিনীর লোকজন উদ্ধার তৎপরতা শুরু করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, হাইওয়ে পুলিশ ফাঁড়িতে ছয়জনের মৃতদেহ রয়েছে। মৃতদের আত্মীয়স্বজনরা এলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে। যদি কোনো মৃতের স্বজন না আসে তা হলে মরদেহের ময়নাতদন্ত করা হবে।