গেটম্যানের অসতর্কতায় ট্রেন দুর্ঘটনা, নিহত ৩

গেটম্যানের অসতর্কতায় ট্রেন দুর্ঘটনা। ছবি: দশের খবর

ফেনী: ফেনীর শহরতলির ফতেপুর রেলগেট এলাকায় কাভার্ডভ্যানে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বুধবার (২১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণানীশিতা ফেনীর বারাহীপুরে ক্রসিংয়ের উপর দিয়ে অতিক্রমকারী একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এসময় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানটি রেল লাইনের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

আহতদের ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শর্টলিংকঃ