গাবতলীতে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত, গুলিবিদ্ধ ১

র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’

ঢাকা: রাজধানীর গাবতলীর দারুসসালাম চেকপোস্টে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বাদশা মিয়া (৩৫) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর রাতের এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন হানিফ (৪২) নামে আরও এক ডাকাত সদস্য। দারুসালাম-গাবতলী বাসস্ট্যান্ড এলাকায়  এ ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত বাদশা ও হানিফকে ঢামেকে নিয়ে এনিয়ে এলে ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ হানিফকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাদশার মরদেহ জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।

শর্টলিংকঃ