ডেস্ক রিপোর্ট : গাজীপুরের বাঘের বাজার এলাকায় মোশারফ কম্পোজিট লিমিটেড নামক একটি কারখানার তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৮ মার্চ) ভোরের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের
৬টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, বানিয়ারচালা এলাকায় মোশারফ কম্পোজিট লিমিটেড কারখানার একতলা ভবনের তুলার বেল্টে আগুন লাগে। মুহুর্তে আগুন গোডাউনের সব জায়গায় ছড়িয়ে পড়ে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, শ্রীপুরের ২টি ও ভালুকার ১টি ইউনিটসহ মোট ৬টি ইউনিটের কর্মীরা আগুন নেভাতে কাজ করছে। অগ্নিকাণ্ডের ফলে গোডাউনের ভেতরে কয়েকশত তুলার বেল্ট, যন্ত্রপাতিসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।