গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বিসিক এলাকায় কাদের কমপেক্ট স্পিনিং লিমিটেড সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই কারখানর টিনশেড ভবনটি ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
রোববার (৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তরুজ্জামান জানান, রাতে কোনাবাড়ী বিসিক এলাকায় কাদের কমপেক্ট স্পিনিং লিমিটেড কারখানায় টিনশেডের দ্বিতীয় তলা ভবনে আগুন লাগে।
খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী, কালিয়াকৈর, ডিবিএল ইপিজেড ও উত্তরা ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে চেষ্টা করছে। আগুনে ওই কারখানর টিনশেড ভবনটি ধসে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।